ঢাকা : শ্রাবন্তীর নতুন ভিডিও শেয়ার করলেন স্বামী রোশন। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে রোশন শেয়ারও করেন শ্রাবন্তীর সেই ভিডিও। নতুন ভিডিও প্রকাশ্যে আসার পরই উচ্ছ্বসিত হয়ে ওঠেন অভিনেত্রীর ভক্তরা। যদিও নিজের সেই গোপন ভিডিও দেখে নাকি লজ্জায় লাল হয়ে যান শ্রাবন্তী।
পাশাপাশি রোশন যাতে শিগগির ওই ভিডিও ইন্সটাগ্রাম থেকে সরিয়ে ফেলেন, সেই আর্জিও করতে শুরু করেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। যদিও স্ত্রীর সেই আর্জি একেবারেই কানে তোলেননি রোশন। উল্টো ভিডিওতে অভিনেত্রী স্ত্রীর ভক্তদের পোস্ট দেখে বেশ খুশি হয়ে যান।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক্কেবারে ছোটদের মতো গলা করে পিৎজা খেতে চাইছেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে গিয়ে পরপর দুটি পিৎজা খেতে চান তিনি। ছোটদের গলার অনুকরণ করেই স্বামীর কাছে সেই আবেদন করতে শুরু করেন বলে ওই ভিডিওতে দেখা যায়।
আগামীনিউজ/বিআর/এনএনআর